Posts

 সুখের 🔹ভালোবাসার ক্যারাভান 🔸এক 🔸রেহান কৌশিক ◾তোমার কি পাহাড় আছে? ◾◾না। ◾ঝর্না? ◾◾না। ◾নিদেনপক্ষে একটা প্রাসাদ? ◾◾না। ◾কৃষ্ণচূড়া গাছ আছে? ওই যে লালহলুদ শিখায় যে আগুন জ্বালিয়ে দেয়? ◾◾ কই না তো। ◾লিপস্টিক? চুল বাঁধার ফিতে? একটা অন্তত কফিমগ? ◾◾না। ◾কী আছে তোমার? ◾◾ব্রহ্মাণ্ড। ◾ব্রহ্মাণ্ড! ◾◾হ্যাঁ, জীবিত। ◾কই? ◾◾ এসো, কান পাতো। শুনতে পাচ্ছ স্পন্দন? ◾পাচ্ছি। কার জন্য এই তরঙ্গ? কার জন্য এই অবিচ্ছিন্ন সংকেত? ◾◾ভালোবাসবে বলে যে-পথিক হেঁটে আসছে দীর্ঘপথ। ◾আমি যে কতকাল দাঁড়িয়ে রয়েছি তোমার সম্মুখে, সে কেবল তোমাকে ভালোবাসি বলে! ◾◾বাসতে পারনি। বাসলে এই স্পন্দন, এই তরঙ্গ, এই সংকেত তোমাকে প্রশ্ন নয়, স্তব্ধ করে রাখত সেই মুহূর্ত থেকে।
এই দিন, এই রাত্রি রেহান কৌশিক ১ যেভাবে ত্রস্ত ডাহুক হেঁটে যায় একা বাবার মুখের রেখা সেভাবেই ক্রমাগত নড়ে। সমস্ত সহ্যের বাইরে তবে কি হলুদ হচ্ছে মায়া তারই সব গাঢ়তর ছায়া জমা হয় বুকের অন্দরে? অসুখের উত্তরীয় ঢেকে দেয় কথা ঢেকে দেয় সুদীর্ঘ আকাশ। হয়তো বা অন্ধকারেই জেগে থাকে নিরাময় বসে থাকে প্রকৃত সন্ন্যাস! ২ শামুকখোলের ডানায় যতটুকু গোধূলির আলো জমা হয় ফোঁটায়-ফোঁটায় কিছুমাত্র আভা তার যদি এসে ছুঁয়ে যেত বাবার শয্যায় সমস্ত জড়তা ভেঙে বাবা ঠিক নেমে আসত জনতার কাছে। অনন্ত-আলোর চেয়ে মূল্যবান কখনো ওষুধ? এ আলো ফোটায় ফুল গাছ থেকে গাছে... ৩ যখন ভেবেছি সব চেনা হয়ে গেছে... চিনে গেছি প্রিয় ঘোড়া, তার আস্তাবল চিনে গেছি অরণ্যের পাতাঝরা দিন রাত্রি আর জ্যোৎস্নার জল তখনই অচেনা রাস্তা খুলে দেয় অন্ধকার বাঁক কী আছে ওপারে তার, কী আছে ওপারে! এভাবেই চেনা বাবা অচেনায় মিশে যাচ্ছে দেখি প্রতিটি মুখের রেখা অচেনা-ভূখণ্ড গড়ে পরীক্ষায় ফেলেছে আমাকে। কতটুকু চেনা ছিল, কতটুকু জানা ছিল তার? হয়তো বা কখনো কেউ পৃথিবীতে কোনোদিন
এই দিন, এই রাত্রি রেহান কৌশিক ১ যেভাবে ত্রস্ত ডাহুক হেঁটে যায় একা বাবার মুখের রেখা সেভাবেই ক্রমাগত নড়ে। সমস্ত সহ্যের বাইরে তবে কি হলুদ হচ্ছে মায়া তারই সব গাঢ়তর ছায়া জমা হয় বুকের অন্দরে? অসুখের উত্তরীয় ঢেকে দেয় কথা ঢেকে দেয় সুদীর্ঘ আকাশ। হয়তো বা অন্ধকারেই জেগে থাকে নিরাময় বসে থাকে প্রকৃত সন্ন্যাস! ২ শামুকখোলের ডানায় যতটুকু গোধূলির আলো জমা হয় ফোঁটায়-ফোঁটায় কিছুমাত্র আভা তার যদি এসে ছুঁয়ে যেত বাবার শয্যায় সমস্ত জড়তা ভেঙে বাবা ঠিক নেমে আসত জনতার কাছে। অনন্ত-আলোর চেয়ে মূল্যবান কখনো ওষুধ? এ আলো ফোটায় ফুল গাছ থেকে গাছে... ৩ যখন ভেবেছি সব চেনা হয়ে গেছে... চিনে গেছি প্রিয় ঘোড়া, তার আস্তাবল চিনে গেছি অরণ্যের পাতাঝরা দিন রাত্রি আর জ্যোৎস্নার জল তখনই অচেনা রাস্তা খুলে দেয় অন্ধকার বাঁক কী আছে ওপারে তার, কী আছে ওপারে! এভাবেই চেনা বাবা অচেনায় মিশে যাচ্ছে দেখি প্রতিটি মুখের রেখা অচেনা-ভূখণ্ড গড়ে পরীক্ষায় ফেলেছে আমাকে। কতটুকু চেনা ছিল, কতটুকু জানা ছিল তার? হয়তো বা কখনো কেউ পৃথিবীতে কোনোদিন